da4ba7d1b5688305010f9df38ec6fbfe045d25e0 Most Terrible horror ghost stories in bangla: আয়নার ভুত
name="propeller" content="2ed678d440884c082cf36a57cdf105f7"

Monday, December 11, 2017

আয়নার ভুত


Halloween concept, zombie hand rising out from the ground
আয়নার ভুত
পর্ব - ২
গতকাল রাতে যখন জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল তখনই প্রথম মনে হয়েছিল কেউ যেন ওকে দেখছে! তারপর থেকেই এরকম লাগছে মাঝেমাঝে, ঘুমাতে যাওয়ার পরেও একবার মনেহয়েছিল। আয়াত তবুও খুব একটা পাত্তা দিলনা, ফাঁকা ঘর, বাসায় কেউ নাই - আয়নার ভিতর একা দাঁড়িয়ে সে। কোথাও কেউ নেই আর... প্রায় দৌড়ে বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। রোজ এই সময় ওর একজন মানুষের কথা খুব মনে পরে, ইচ্ছা করে চিরতরে হারিয়ে যাওয়া মানুষটার অপুর্ন অনেক ইচ্ছা পূর্ন করে দিতে, আর কি ভীষণ কান্না পেয়ে যায়... 
আবির জানেনা সে এইখানে কিভাবে আসলো? কেনই বা আসলো? তার মনেহয় এখানে আসার নিশ্চয় কোন কারন আছে, কি কারন সে জানেনা। অনেক না জানার মাঝেও সে জেনে গেছে সে এখন মৃত, মৃত্যু খুবই সহজ একটা ব্যাপার। আবির শুধু মনে করতে চায়, কিভাবে আর কখন? পারেনা। সব স্মৃতি মুছে গেছে। সে অস্তিত্বহীন। শুধু মনেপরে কোন এক মনখারাপ করা বিকালবেলা সে রেললাইন ধরে ঝিরঝির বৃষ্টিতে হাটছিল। হেডফোনে ফুল ভলিউমে একটা গান বাজছিল, ও কাউকে টেক্সট করছিল, এরপর সব অন্ধকার। আর কিছুই মনে আসেনা এরপর প্রচণ্ড শুন্যতা আর অন্ধকার যেন অনন্তকাল বয়ে চলেছে।
কিন্তু মেয়েটা কেন জানি তার উপস্থিতি বুঝতে পারে, গতকাল রাতে সে যখন চুপিচাপি মেয়েটাকে দেখছিল, ঘুম ভেঙে গিয়েছিল মেয়েটার। মেয়েটা বুঝতে পেড়েছিল - কি অবাক ব্যাপার! কে এই মেয়ে? ওর চোখের দিকে তাকিয়ে থাকতে এত ভাললাগে কেন? কি অদ্ভুত সুন্দর চোখ!
আবির গতকাল বিকেলে রাস্তার ধারে কদম গাছটার নিচে নিজেকে প্রথম আবিষ্কার করে, ঝুম বৃষ্টি হচ্ছিল। চেতনা ফিরে পেয়ে চুপচাপ বৃষ্টি দেখতে থাকে, বৃষ্টির কনা অনুভব করতে চেষ্টা করে, বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে অতঃপর রাত, বৃষ্টি থামেনা। আবিরের কোথাও যাবার নাই কিছু করার নাই। সে নিশ্চুপ বসে রয়... অনন্ত সময়ের বয়ে চলা দেখতে থাকে... মনে করতে চেষ্টা করে অতীত... পারেনা - কিছুতেই কিছু মনে আসেনা।
গভীর রাতে হঠাৎ নিজের নাম শুনতে পায় আবির, কেউ যেন ওকে ডাকছে - অদ্ভুত মায়া জড়ান কন্ঠ! বহুদূর থেকে ভেসে আসা আহ্বান যেন। খুঁজতে গিয়ে দেখতে পায় খোলা জানালার পাশে বসে অন্ধকারে বৃষ্টি দেখছে একটা মেয়ে, মুখে মুঠোফোনের মৃদু আলো ঠিকরে পড়েছে, একবার মুঠোফোনের স্ক্রিন এর দিকে দেখে, আবারো জানালার বাইরে চোখ ফেরায় মেয়েটা। এবার খুব স্পষ্ট নিজের নাম শুনতে পায় আবির। অনুভব করে জানালার ওপাশে বসে গভীর রাতে বৃষ্টি দেখতে থাকা মেয়েটাই মনেমনে তাকে ডাকছে। কিন্ত কেন? কে এই মেয়ে? বজ্রপাত এর আলোতে পরিষ্কার দেখতে পায় মেয়েটার চোখে জল...

No comments:

Post a Comment